ব্রহ্মদৈত্যের মাঠ (Brahmyodaityer Math) | প্রেমেন্দ্র মিত্রের ভূত শিকারি...

গ্রামের প্রান্তে এক বিশাল মাঠ। শূন্য, খাঁ খাঁ করছে। রাতের বেলা তো দূরস্থান, দিন-দুপুরেও সেই মাঠে পা দেওয়ার কথা কেউ কল্পনাও করতে পারত না। কিন্তু একদিন জানা গেল সেই মাঠেই বসবে এক বিশাল সার্কাস। সার্কাসের লোভে লোভে রাতের বেলা গিয়ে হাজির হলাম সেই মাঠে। কিন্তু হঠাৎই সার্কাসের আসর ফাঁকা হয়ে দেখলাম পড়ে আছে শুধুই সেই শূন্য, অন্ধকার বিশাল মাঠ। আর তার সাথে এক মৃত বাজিকর। তারপর?